এক সপ্তাহ পর কাজে ফিরেছে শেরপুরের ট্রাফিক পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪ প্রায় এক সপ্তাহ পর আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে শেরপুরের নকলায় সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কাজ বন্ধ করে দিয়েছিলেন তারা। ফলে, গত কয়েকদিন শেরপুরসহ সারা দেশের বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা। প্রায় এক সপ্তাহ পর ট্রাফিক পুলিশের সদস্যরা সোমবার তাদের কাছ থেকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। নকলা শহরের হলপট্টি ও নালিতাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সে সময় শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদেরও সহায়তা করতে দেখা গেছে। নকলার গণমাধ্যমকর্মীরা বলেন, ‘ট্রাফিক পুলিশ কাজে ফিরেছে এটা উপজেলাবাসীর জন্য স্বস্তির খবর। গত কয়েকদিনে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দারুণ কাজ করেছেন শিক্ষার্থীরা। তবে এটি বেশিদিন চলতে পারে না। এটি তরুণ শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।’ Related posts:ঝিনাইগাতীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিতশেরপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে এনএসআই’র অভিযানে ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ॥ চালক আটক Post Views: ৬৮ SHARES শেরপুর বিষয়: