শেরপুরে কলেজ ছাত্র সবুজ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪ শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগষ্ট বিকেলে শহরের খরমপুর মহল্লার নতুন আইডিয়াল স্কুলে সামনে আন্দোলনকারীদের মিছিলে গুলির ঘটনায় সবুজ হাসান শহীদ হন। এ হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর ও শ্রীবরদীর সমন্বয়কারীরাসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, শহীদ সবুজ হাসানের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কারীদের দাবি নিহত সবুজ হত্যা মামলায় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির। এ ঘটনায় ১২ অগাস্ট সবুজের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, খরমপুর মহল্লার আব্দুল আলিম, জেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সুব্রত দে ভানু এবং আওয়ামী লীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য্যসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। নিহত সবুজ হাসান (১৮) শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপারপাড়া এলাকার আজহার আলীর ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। Related posts:শেরপুরে পৌর এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফনকলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে সভাবঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে গোলশূন্য ড্র করেছে শেরপুর-মানিকগঞ্জ Post Views: ১৪১ SHARES শেরপুর বিষয়: