পরিবর্তন হবে ৫, ১০, ২০ টাকার নোট: অর্থ উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪ অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। আজ সোমবার সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’ তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।’ ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।’ খুব শিগরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। Related posts:ভিন্নমতের জন্য কাউকে হত্যার অধিকার নেই: ওবায়দুল কাদেরসরকার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দিয়েছেপর্নোগ্রাফি মামলায় রাবির শিক্ষার্থী গ্রেপ্তার Post Views: ১০৬ SHARES জাতীয় বিষয়: