শ্রীবরদীতে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দিলেন ইউএনও

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বনজ ও ভেষজ বৃক্ষের চারা তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানি বাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয় ও এপিপিআই পাইলট উচচ বিদ্যালয়সহ ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
ওইসময় তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন। তিনি জানান, শিক্ষার্থীদের বৃক্ষের চারা রোপণে আগ্রহী করার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। এদিন উপজেলার ২০টি প্রাথমিক ও ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হতে ১০ রোল পর্যন্ত প্রত্যেকে শিক্ষার্থীকে ১টি বনজ ও ১টি করে ভেষজ গাছের মোট ৫ হাজার ২শ চারা বিতরণ করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, দাহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমসহ গণমাধ্যমকর্মীরা।