শেরপুরের ঝিনাইগাতীতে ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ২ অক্টোবর বুধবার উপজেলা পরিষদ চত্বরে সামনের সড়কে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন। এ সময় শিক্ষক মাসুদ হাসান, মঈন উদ্দিন, রমজান আলীসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা, অতি দ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ও উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। Related posts:শেরপুরে প্রতিপক্ষের হামলায় খামার পাহারাদার খুননালিতাবাড়ী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি সোহেল, সম্পাদক মনিরবিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হোক ॥ রফিকুল ইসলাম আধার Post Views: ১৫৩ SHARES শেরপুর বিষয়: