শেরপুরে কারাগার থেকে পালানো হত্যা ও মাদক মামলার দুই আসামি আটক

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার রবিউল ইসলাম (২৩) ও মাদক মামলার আসামি হাফিজুর রহমানকে (৪৩) আটক করেছে র‍্যাব-১৪। গত ৪৮ ঘণ্টায় শেরপুর সদরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেল পলাতক রবিউল ইসলাম শেরপুর শহরের পশ্চিম শেরী মহল্লার মো. মোজাম্মেল হকের ছেলে ও হাফিজুর রহমান শেরপুর সদর উপজেলার মধ্য বয়রার মৃত কাপতুলের ছেলে।
র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে। তারা কারাগারের স্থাপনার ক্ষয়ক্ষতি ঘটিয়ে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদীকে পালাতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর রাতে পশ্চিম শেরি এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. রবিউল ইসলামকে আটক করা হয়।
অপরদিকে ১০ সেপ্টেম্বর মধ্যরাতে শেরপুর সদরের কানাসাখোলা বাজারে অভিযান চালিয়ে জেল পলাতক মাদক মামলার আসামি হাফিজুর রহমানকে আটক করে র‍্যাব–১৪।
এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আটক কয়েদীরা ঘটনার দিন অন্যান্য কয়েদীদের সঙ্গে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায়। আটককৃতদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’