শেরপুরে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ণ প্রকল্প (ESDP)’র শুভ উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর বুধবার শেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ণ কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক আয়োজিত ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’ (ঊঝউচ) এর ৩য় ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান জেলা প্রশাসন কার্যালয়ের ‘তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনার কলি মাহবুব তারুণ্যের শক্তি বিকাশের জন্য বিডার মাধ্যমে বিনিয়োগের দ্বারা উন্মোচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এবি এম এহছানুল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মিজানুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ণ কর্তৃপক্ষ (বিডা) এর জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:করোনা যুদ্ধে ভালো কাজ করলে পুরস্কার : মির্জা আজমভাষা শহিদদের প্রতি ডিআইজি আনিসুর রহমানের বিনম্র শ্রদ্ধা নিবেদন‘পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন বঙ্গবন্ধু’ Post Views: ২৪৯ SHARES সারা বাংলা বিষয়: