শেরপুরে বৈষম্যহীন সমাজ গঠনে ও শান্তি বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

শেরপুরে বৈষম্যহীন সমাজ গঠনে ও শান্তি বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের থানা মোড়ে হোটেল আয়সার ইনের সেমিনার কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য অবসরপ্রাপ্ত প্রফেসর আবুল হাশেম।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. ফিরোজ আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কম্যুনিষ্ট পার্টির নেতা সোলায়মান আহমেদ, জেলা নৃত্য শিল্পী সংস্থার সভাপতি কমল কান্তি পাল, শিক্ষক মো, শাজাহান আলী, হাফেজ মাওলানা মো সায়েদুল ইসলাম, আদিবাসী নেত্রী সূচনা রিছিল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগরিক প্লাটফমের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসী।
সভায় বৈষম্যহীন পরিবার, সমাজ ও দেশ গড়তে সকলের প্রতি আহবান জানান বক্তারা।