নালিতাবাড়ীতে ৬ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৬ বস্তা ভারতীয় চিনিসহ মো. সুরুজ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে গ্রেফতারের পর রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত সুরুজ শ্রীবরদী উপজেলার মাদারপুর এলাকার মৃত জবেদ আলীর ছেলে। জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সায় করে ভারতীয় চিনি নেয়ার পথে স্থানীয় লোকজনের সহায়তায় সুরুজ আলীকে আটক করে পুলিশ। ওইসময় ৬টি বস্তায় প্রায় ৩০০ কেজি ভারতীয় চিনি ও বিভিন্ন গুড়া মসলাসহ পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুড়ামসলা ও পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাসহ সুরুজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। Related posts:শেরপুরে ভাতশালা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের নারী প্রার্থী নাজমুন নাহার জয়ীঝিনাইগাতীতে একটি বেড়িবাঁধ সংস্কারের অভাবে হাজারও মানুষের দুর্ভোগশেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত Post Views: ১১২ SHARES শেরপুর বিষয়: