ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আত্মনির্ভরশীল দলের সদস্যদের অংশগ্রহণমূলক মনিটরিং (এফডিপি, আত্মনির্ভরশীল দল) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোববার প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীগণ অংশগ্রহণমূলক মনিটরিং কি বুঝতে ও অনুশীলন করতে পারবেন এবং তারা তাদের এফডিপি এবং আত্মনির্ভরশীল দলের কার্যক্রমের অগ্রগতি যাচাই করতে পারবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কী? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা অংশগ্রহণমূলক মনিটরিং কী? অংশগ্রহণমূলক মনিটরিং কীভাবে করা যায়, মনিটরিং এবং অংশগ্রহণমূলক মনিটরিং মধ্যে ধারণা প্রদান পরিবার উন্নয়ন পরিকল্পনা (এফডিপি) কীভাবে অংশগ্রহণমূলক মনিটরিং করা যায়, এফডিপির মনিটরিং টুলস (সবুজ, হলুদ, লাল কালার ব্যবহারিক চর্চা) নিয়ে সহভাগিতা এসআরজির পরিকল্পনার অগ্রগতির অংশগ্রহণমূলক মনিটরিং টুলস (মুড মিটার/স্কোরিং) নিয়ে সহভাগিতা এবং প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন আলোচনা করা হয়। উক্ত অংশগ্রহণমূলক মনিটরিং প্রশিক্ষণ প্রদান করেন, কারিতাস সীডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিস: অনন্যা সাংমা ও মাঠ সহায়ক লিয়া হাগিদক। প্রশিক্ষণে কাংশা ইউনিয়নের পানবর গ্রামের মোট ২টি আত্মনির্ভরশীল দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করে। Related posts:শ্রীবরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঝিনাইগাতীতে রাতের আধারে ২৫ শতাংশ জমির শশা কেটে ফেলেছে দূর্বৃত্তরাশেরপুরে ভাতশালা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের নারী প্রার্থী নাজমুন নাহার জয়ী Post Views: ১০৪ SHARES শেরপুর বিষয়: