শেরপুরে কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় ৩ ভুয়া পরীক্ষার্থী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫ শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ১৩ মে মঙ্গলবার শহরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ১৪ মে দুপুরে ওই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার নজরুল ইসলামের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৯), কক্সবাজারের ইকতিয়ার উদ্দিনের ছেলে আফ্রিদি রহমান (২৭) ও চাপাইনবাবগঞ্জের মোখলেছ উদ্দিনের ছেলে আবু শাহাদাৎ তুষার (২৭)। পুলিশ জানায়, শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা গত ১৩ মে সকালে শেরপুর শহরের নবারুণ পাবলিক স্কুলে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে ওই ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিরা আর্থিক লেনদেন এর মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করে। আটককৃত মোঃ রাজু আহম্মেদ ৮০ হাজার টাকায় পরীক্ষার্থী শাকিল মিয়ার পরিবর্তে, আফ্রিদি রহমান নিটু ৬০ হাজার টাকায় পরীক্ষার্থী আসামি শাকিল আহম্মেদের পরিবর্তে এবং আবু শাহাদাৎ তুষার ১ লক্ষ টাকায় পরীক্ষার্থী মো. বাদল ইসলামের পরিবর্তে লিখিত পরীক্ষায় অংশ নিতে এসেছিলো। উল্লেখ্য, ইতিপূর্বে পুলিশের নিয়োগ পরীক্ষায় নানা অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ ওঠলেও বর্তমানে এ ধরনের অনিয়ম বন্ধ রয়েছে। যে কারণে বিকল্প উপায়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে আটক করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় ৩ আসামি গ্রেফতার করা হয়েছে। শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। Related posts:নালিতাবাড়ী থানা পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামনালিতাবাড়ীতে ওর্য়াকাস পার্টির মানববন্ধননালিতাবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত Post Views: ৩ SHARES শেরপুর বিষয়: