নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানের বৈদ্যুতিক চুলায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক শাহিন মিয়া ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে। সূত্র জানায়, প্রতিদিনের মতো শাহিন মিয়া শনিবার সকালে নিজ দোকানে চা তৈরির জন্য চুলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত ছেড়া তার হাতে লেগে বিদ্যুৎতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারের উপস্বাস্থ্য কেন্দ্র ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিতক্লিনআপ শেরপুরের উদ্যোগে পরিচ্ছন্ন হলো কেন্দ্রীয় শহীদ মিনারঝিনাইগাতীতে ১ হাজার ৪৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস Post Views: ১১৪ SHARES শেরপুর বিষয়: