শেরপুরে এবার করোনায় মারা গেলেন মেশিনারীজ ব্যবসায়ী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের বিশিষ্ট মেশিনারিজ ব্যবসায়ী স্বপন সাহা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৬ জুন মঙ্গলবার মধ্যরাতে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বপন শেরপুর শহরের তিনানী বাজার (কলেজমোড়) এলাকার স্বপন মেশিনারিজের স্বত্ত্বাধিকারী ও পার্শ্ববর্তী রাজাবাড়ী (কলেজ গেইট) এলাকার কালিদাস সাহার ছেলে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হল। জানা যায়, গত এক সপ্তাহ আগে স্বপন সাহার শরীরের লবণ কমে যাওয়াসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তিনি রাজধানী ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। ৩ দিন আগে তাকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে মারা যান তিনি। মঙ্গলবার পর্যন্ত জেলায় আক্রান্ত ১৯২ জনের মধ্যে শেরপুর সদরে ৮৬, নকলায় ৪১, নালিতাবাড়ীতে ২৮, ঝিনাইগাতীতে ২২ ও শ্রীবরদী উপজেলায় ১৫ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন চিকিৎসকসহ ৩৯ জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন। এ পর্যন্ত মোট ২৯৭৬টি নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এসেছে ২৮১৩টি নমুনার। আর পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে ১৬৩টি নমুনা। Related posts:শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করলেন পুনাক সভানেত্রী সানজিদা হক মৌশেরপুরে পীরের দরবারে হামলার ঘটনায় আহত একজনের মৃত্যুশেরপুরে ভার্চুয়াল আদালতে ৬ দিনে জামিন পেয়েছে ১৮০ আসামি Post Views: ৩৪২ SHARES শেরপুর বিষয়: