শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চলতি সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তি সহায়তাসহ দ্বাদশ ও একাদশ শ্রেণিতে পড়ুয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বইসহ শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শেরপুর শহর গৌরীপুরস্থ ডপস মেস-১ এ স্বেচ্ছাসেবী সংগঠন (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি) বা ‘ডপস’ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুর রশিদ। ডপস প্রতিষ্ঠাতা শাহীন মিয়া বিএসপি পরিচালনায় বক্তব্য রাখেন কবি হাসান শরফত, ডপস এর সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অর:), ডা: সুজন মিয়া, ডপসের সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, ডপস সিনিয়র সদস্য আব্দুল হাকিমসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত অন্য সদস্যরা।
স্বেচ্ছাসেবী এ সংগঠনটির পক্ষ থেকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন শেষে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে ডপসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ ও চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে শেরপুর সদর থেকে ৭০ জন, শ্রীবরদীতে ৬৭ জন, ঝিনাইগাতীতে ৬০ জন, নকলায় ৫০ জন ও নালিতাবাড়ি উপজেলার ৬০ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এছাড়া চলতি সেশনে ২১ জন শিক্ষার্থীকে ভর্তি সহায়তা, দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ২৫ জন শিক্ষার্থীকে বই প্রদান, একাদশ শ্রেণীতে অধ্যয়নতরত ৪০ জন ও উপজেলা পর্যায়ে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত ৭০ জন ডপস সদস্যকে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়। এসময় ডপস এর সদস্য উপকারভোগী শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন থেকে শেরপুরের প্রান্তিক মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে স্কুল এবং কলেজমুখী করছে এবং সেই সাথে শিক্ষার্থীদের নানারকম শিক্ষা সহায়তা প্রদান ও উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।