বন্যা–পরবর্তী পুনর্বাসনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি: শেরপুরে টুকু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪ বন্যা–পরবর্তী পুনর্বাসনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। শেরপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল মাহমুদ হাসান টুকু। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার দুর্গত মানুষের মাঝে জেলা বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা জানান। ইকবাল মাহমুদ বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শেরপুর জেলাসহ সারাদেশে বন্যায় ক্ষয়ক্ষতির শিকার এলাকার মানুষের ক্ষতি বিবেচনায় ও পুষিয়ে নিতে পুনর্বাসনে বিএনপি সহযোগিতার হাত বাড়াবে এবং তাদের পাশে থাকবে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যাকবলিত এলাকায় নগদ ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে বন্যা কবলিত শেরপুর জেলায় দলসহ প্রশাসনের তরফ থেকে কিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা দেখার জন্য আমরা এসেছি। পানি থাকা পর্যন্ত যে আমরা ত্রাণ দিবো তা নয়। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি। তিনি বলেন, পানি নেমে গেলে রবি শস্যর মৌসুম আসবে তখন বীজ, কৃষি পণ্য, ও সার বীজ বিতরণ করা হবে। যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি কাটিয়ে ওঠতে পারে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেন, আমাদের ত্রাণ কার্যক্রম এই এলাকায় যতদিন প্রয়োজন, ততদিন চলবে। বন্যা-পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি বিবেচনায় তাদের পুনর্বাসন করা হবে। শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হজরত আলী। Related posts:ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে সাবেক ইউপি সদস্যের ৬ মাসের কারাদণ্ডশেরপুরে অসহায়দের মাঝে মানবতার ফেরিওয়ালা সাবেক এমপি শ্যামলীর আরও ইফতারী বিতরণঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত Post Views: ৯৮ SHARES শেরপুর বিষয়: