মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪ বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও তিন জন। অপহরণের ঘটনা ঘটেছে বলেও খবর পাওয়া গেছে। এসময় ৪টি ট্রলারসহ ৬০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হলেও তাদেরকে বৃহম্পতিবার দুপুরে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিকেরা। তারা টেকনাফ পৌঁছাতে ৪ ঘণ্টার বেশি সময় লাগবে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকাধীন ট্রলারে এ ঘটনা ঘটে। ট্রলার মালিকরা জানিয়েছেন, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীরদ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে। গুলিবিদ্ধ হয়ে আহত ৩ জেলেও ওই ট্রলারের। তবে তাদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। ট্রলার মালিকরা জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া ৪ টি ট্রলারের মালিক হলেন, শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোছনের ছেলে আবদুল্লাহ, তাঁর ভাই আতা উল্লাহ, উত্তরপাড়ার ছৈয়দ মাঝির ছেলে মো. আছেম। এই ৪ টি ট্রলারে ৬০ জন মাঝি মাল্লা ছিলেন। Related posts:সীমান্ত হত্যাকে দুঃখজনক : ভারতীয় হাইকমিশনারজামালপুর সীমান্তে আবারও বুনো হাতি, আতংকে ৬ গ্রামের মানুষজামালপুরে যৌন আক্রমণের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি Post Views: ১২৯ SHARES সারা বাংলা বিষয়: