আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়া ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, আটকরা অবৈধ পথে বাংলাদেশে আসেন। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে এসেছেন বলে বিজিবিকে জানিয়েছেন তারা। পরে তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। Related posts:ময়মনসিংহে আওয়ামী লীগের শান্তি সমাবেশশেরপুরে বেসরকারি শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি মুহসীন, সম্পাদক রফিকুল ইসলামনালিতাবাড়ীতে ফাতেমা রাণীর তীর্থোৎসব উপলক্ষে উৎসবের আমেজ Post Views: ১০৭ SHARES সারা বাংলা বিষয়: