নালিতাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের ঢালুকোনা থেকে সোহেল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ অক্টোবর বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা রাজশাহী জেলার গোদাগারী উপজেলার চর আমতলা গ্রামের নূরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, আজ বিকেলে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের ঢালুকোনা এলাকার লোকজন একজন অজ্ঞাত যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে একটি জিডি ও পুলিশের ম্যাশেজ থেকে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছানোয়ার হোসেন ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি। নিহতের পরিবারের লোকজন আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Related posts:শেরপুরে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব নূরুল আমীন মাস্টারের ইন্তেকালঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিতশুরু কাল দুই দিনব্যাপী নালিতাবাড়ির ফাতেমা রানীর তীর্থোৎসব Post Views: ৯৭ SHARES শেরপুর বিষয়: