নকলায় ব্যুরো বাংলাদেশের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪ শেরপুরের নকলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন বন্যার্তের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার সকালে ব্যুরো বাংলাদেশ জামালপুর অঞ্চলের আয়োজনে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ব্যুরো বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ, জামালপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যুরো বাংলাদেশ মধুপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক উত্তম কুমার বসাক। ওইসময় ব্যুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এদিন বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ ও ১০ প্যাকেট খাবার স্যালাইন। এর আগে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে রবিবার ঝিনাইগাতী উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। Related posts:নকলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যাশেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎঝিনাইগাতীতে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ Post Views: ৮৪ SHARES শেরপুর বিষয়: