শিক্ষার্থী হত্যা মামলায় শেরপুর জেলা আ.লীগ নেতা চন্দন কুমার পাল রিমান্ডে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪ হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া মাহাবুব হত্যা মামলায় তার একদিনের রিমান্ড এবং আরও দুটি মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান। এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। প্রসঙ্গত, অ্যাডভোকেট চন্দন কুমার পালের বিরুদ্ধে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয়েছে। বুধবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেপ্তার হন চন্দন কুমার পাল। Related posts:শেরপুরে নারী ও যুবকসহ আরও তিন জনের শরীলে করোনা ভাইরাস শনাক্তপুনরায় নাকুগাঁও স্থলবন্দরে বাণিজ্য কার্যক্রম শুরুঝিনাইগাতীর গজনী অবকাশে শতবর্ষী এক গাছে ৭২ মৌচাক! Post Views: ১২৪ SHARES শেরপুর বিষয়: