ধোবাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে শেরপুরের ঔষধ ব্যবসায়ী নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে রেজাউল করিম (২৮) নামে এক বাংলাদেশি ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্তে এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রেজাউল করিম ১২নং কামারিয়া ইউনিয়নের পূর্ব আলীনাপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে। তিনি শেরপুর শহরের নারায়ণপুরের ওষুধ ব্যবসায়ী ছিলেন। তিনি স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতের প্রবেশ করার পর রাত ৯টার দিকে সীমান্তে গুলির শব্দ পায় স্থানীয়রা। এরপর রেজাউল করিম আর ফেরত আসেনি। মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ্য করা হয়নি। আমরা শনিবার একটি চিঠি পাঠাব। কিন্তু আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। Related posts:ঝিনাইগাতীতে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতনকলার এসিল্যান্ডকে জামালপুরে বদলিশেরপুরে ঐতিহ্যবাহী ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত Post Views: ২২৩ SHARES শেরপুর বিষয়: