নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় নকলা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মনিরুল হাসান, প্রকৌশলী ফকুরুদ্দিন, সহকারি কর আদায়কারী মো. মোশারফ হোসেন, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাত ধোয়া প্রদর্শনীতে অতিথিরা অংশগ্রহন করেন। Related posts:ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতশেরপুরে অগ্নিকান্ডে নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূতশেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে আমদানি বন্ধ Post Views: ৪১ SHARES শেরপুর বিষয়: