মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে দুই আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এই দুর্ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির নম্বর চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন বলেন, ‘ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ Related posts:ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনের মৃত্যু, সড়কেই সন্তান প্রসবজামালপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনসাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ Post Views: ১৪৮ SHARES সারা বাংলা বিষয়: