ঝিনাইগাতীতে সাংবাদিক মনিরের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪ ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’ পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের বাবা সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজ সেবক ছফর উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বাদ ফজর উপজেলার থানা সংলগ্ন এলাকায় এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। পরে এক মেজবানিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সাড়ে তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সাংবাদিক মনিরের বাবা ছফর উদ্দিন ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ নভেম্বর) ভোরে মৃত্যুবরণ করেন। তিনি প্রায় এক বছর ধরে খাদ্যনালীতে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সাংবাদিক মনিরের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি যিদনী মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সহসভাপতি, থানা জামে মসজিদ, সদর থানা এলাকা কবরস্থান কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। Related posts:ঝিনাইগাতীতে জিংক ধান ব্রি ধান ৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিতনকলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৩৫জনশেরপুরে ভাষা শহীদদের প্রতি জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি Post Views: ৮৭ SHARES শেরপুর বিষয়: