শ্রীবরদীতে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

শ্রীবরদী প্রতিনিধি : মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সাথে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক ও সুধীগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। তিনি স্বাগত বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সকলের সহযোগিতায় উপজেলার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে একটি মডেল উপজেলা গড়তে চাই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হুসাইন, উপজেলা প্রোগ্রাম অফিসার নিজামদ্দিন খান, উপজেলা পদ্মা ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাছির উদ্দিন, অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক উজ্জল মিয়া, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ ছানোয়ার হোসেন, কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ খন্দকার আব্দুল হাই, সহকারি অধ্যাপক (বাংলা) আসাদুজ্জামান, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য আল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহল আমিন কালাম, এপিপিআই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিজদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু জাফর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল শাহিন, সামাজিক সংগঠন লোকাল ভয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান প্রমুখ।