ইসলামপুরে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার ইসলামপুরে মামাতো-ফুফাতো দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে । তাদের নাম সুয়াইয়া (৫) ইসলামপুরের চরগোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও আঁখি আক্তার(৪) বকশিগঞ্জের পাগলা পাড়া গ্রামের আল আমিনের মেয়ে। রবিবার (২২ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আঁখি আক্তার ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে গতদুই দিন আগে।
আজ সকালে মামাতো ফুফাতো এ দুই বোন মিলে বাড়ির পাশে ডোবা’র তীরে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ডোবা’র পানিতে পড়ে যায়। স্থানীয়রা সকাল ১১টার দিকে দুই বোনের লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।
ইসলামপুরের ডিগ্রিচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দেলুয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি, সেখানে পুলিশ পাঠিয়েছি।