জেনিফার লোপেজকে আপত্তিকর প্রস্তাব পরিচালকের! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ বিনোদন ডেস্ক : পপ তারকা জেনিফার লোপেজ। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রতি এক আলোচনায় হলিউডে তার যৌন হেনস্তার অভিজ্ঞতার কথা উঠে আসে। হলিউডের হাত ধরেই শুরু হয়েছিল মিটু আন্দোলন। তারপর সেই বিদ্রোহ ছড়িয়ে পড়ে বলিউডেও। এবার সেই বিদ্রোহে যোগ দিলেন লোপেজ।তিনি জানান, একজন পরিচালক তার সঙ্গে যে ব্যবহার করেছিল, তা শুনলে অবাক হয়ে যেতে হয়। ক্যারিয়ারের শুরুতেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে। লোপেজ বলেন, সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছি। একজন হলিউড পরিচালক ডেকে বলেছিলেন, পোশাক খুলে ফেলতে। পুরোপুরি নগ্ন হতে। লোপেজ উত্তর দিয়েছিলেন, ‘কী দেখতে চান?’ তার দাবি তার বক্ষদেশ দেখার জন্যই এমনটা বলেছিলেন ওই পরিচালক। জেনিফার লোপেজ তখন বলেছিলেন, না আপনাকে দেখাব না, আপনার সঙ্গে সেটেই দেখা হবে। লোপেজ বলেন, যদি সেদিন চাপের মুখে নতিস্বীকার করতাম, তাহলে হেনস্তা আরও বেড়ে যেত। সূত্র: পিঙ্কভিলা Related posts:শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলার মূল চক্রান্তকারী এনসিপি নেতা!২০২০ সালে বিয়ে করেছেন যেসব তারকাবলিউডে সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দেন কোন নায়িকা? Post Views: ২৩৭ SHARES বিনোদন বিষয়: