শেরপুরে তারুণ্যের উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন পৌর প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী প্রমুখ। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় ওই তারুণ্যের উৎসবে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে। Related posts:শেরপুরে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে পুলিশ ॥ ৯টি স্থানে চেকপোস্টেশ্রীবরদীতে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিতঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান Post Views: ১০৮ SHARES শেরপুর বিষয়: