শেরপুরে কালেক্টরেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪ শেরপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, এসএসসি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কারাতে বেল্ট টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইসরাত পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা লেডিস ক্লাবের সভাপতি সোনিয়া রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন প্রমুখ। সনদ ও পুরস্কার বিতরণ শেষে কারাত প্রশিক্ষণপ্রাপ্ত স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ কারাত প্রতিযোগিতা প্রদর্শন করা হয়। ওইসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে গারো পাহাড়ে আদিবাসী কালচারাল একাডেমী স্থাপনের দাবীতে স্মারকলিপিবিশ্ব ব্যাংকের এখন কান ধরে উঠবস করা উচিত ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরীশেরপুরের সিভিল সার্জনকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা Post Views: ৯৬ SHARES শেরপুর বিষয়: