শেরপুরে ট্রাকভর্তি ৯ হাজার নতুন বই জব্দ, আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫ বিনামূল্যে বিতরণের সরকারি ৯ হাজার বই পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বইগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম (৩২)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান। পুলিশ জানায়, বুধবার রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় শেরপুর সদরের চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া থেকে ট্রাকভর্তি নতুন বই জব্দ করা হয়। ট্রাকটিতে ২০২৫ সালের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের মোট নয় হাজার বই ছিল। এগুলো কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে নেওয়া হচ্ছিলো। শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বইগুলো সুনির্দিষ্টভাবে কোথায় নেওয়া হচ্ছিলো তা এখনো জানা সম্ভব হয়নি। একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ঘুষিতে কৃষক নিহতশেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতারঝিনাইগাতীতে ডেঙ্গু রোগী শনাক্ত Post Views: ১১০ SHARES শেরপুর বিষয়: