শেরপুরে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান রহমান ভূঁঞা। জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়েরের সঞ্চালনায় আলোচনা সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জেলা প্রশাসন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর প্রেসক্লাবের সভায় ৩ সাংবাদিকের মাতা-পিতার মৃত্যুতে শোক প্রস্তাব ॥ বনভোজন ২৯ ফেব্রুয়ারিক্ষেতে যাওয়া হলো না নকলার কৃষক মোফাজ্জলেরশেরপুরে পূজা পার্বণ গ্রুপের উদ্যোগে দুই প্রতিমাশিল্পীকে মরণোত্তর সম্মাননা প্রদান Post Views: ৯২ SHARES শেরপুর বিষয়: