সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তরিক উদ্দিন নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূন্যরেখায় ৪৮নং পিলারের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত তরিক উদ্দিন (১৮) কক্সবাজার জেলার রামুর মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে। স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, তরিক উদ্দিনসহ আরও অনেকে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনত। এদিন তারা গরু আনতে সীমান্তের ৪৮নং সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন আহত তরিক উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের একজনের আহত হওয়ার খবর শুনেছি। Related posts:বউ-শাশুড়ি মেলাজামালপুর সদর উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভাময়মনসিংহে আওয়ামী লীগের শান্তি সমাবেশ Post Views: ৭৪ SHARES সারা বাংলা বিষয়: