নালিতাবাড়ীতে পানের বরজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, চাষির মাথায় হাত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ৬, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে এক পান চাষির পানের বরজ রাতের আঁধারে কেটে বিনষ্ট করে ফেলেছে অজ্ঞাতনামা দূর্বৃত্ত। প্রায় ৫ লাখ টাকার ক্ষতির শিকার ওই চাষি এখন দিশেহারা। ৫ মে সোমবার গভীর রাতের কোন এক সময় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বেলতৈল গ্রামের ফজলুল হকের সংসারের ব্যয় মেটানোর অন্যতম মাধ্যম ৩৫ শতক জমিতে তৈরি এই পানের বরজ। প্রায় দশ বছর ধরে ওই বরজের পান বিক্রি করে বছরে তার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা আয় হয়। আর এ আয় দিয়েই চলে তার সংসার। অন্যান্য সময়ের মতো সোমবার গভীর রাত পর্যন্ত ফজলুল উত্তোলিত পান ঘরে বসে বিক্রির জন্য প্রস্তুত করে মাঝ রাতে ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ শেষে বরজে ঢুকে তার চোখ চরক গাছ হয়ে যায়। ৩৫ শতাংশ জমিতে তৈরি বরজের প্রায় এক তৃতীয়াংশের পুরোটাই রাতের আঁধারে কে বা কারা কেটে সাবাড় করে ফেলেছে। ফলে প্রতিটি পানের চারা নুয়ে পড়তে শুরু করেছে। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ অন্যরা ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত পানচাষি ফজলুল হক বলেন, আমার সাথে কারও কোন শত্রুতা নেই। কয়েক দিন আগে এ বরজের পরিচর্যায় প্রায় দুই লাখ খরচ করেছি। কেবলই পান উত্তোলন শুরু হয়েছে। এরই মধ্যে কে বা কারা বরজের অন্তত এক তৃতীয়াংশ জমির পানের গাছ কেটে ফেলেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমার পথে বসা ছাড়া উপায় নাই। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, বেলতৈল গ্রামে প্রায়ই রাতের আঁধারে গাছগাছালি বা বাগান কাটার প্রবণতা দেখা দেয়। সবশেষ শিকার পানচাষী ফজলুল হক। পানের এ বরজই তার সংসারের উপার্জনের ভরসা। এ ঘটনায় ফজলুল হক যে ক্ষতির সম্মুখিন হলেন তা পুষিয়ে ওঠার নয়। এসময় তিনি এমন ঘটনার প্রতিকার ও স্থায়ী সমাধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি শুনেছি।অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Related posts:শেরপুরে জেলা লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণঝিনাইগাতীতে পচা-বাসি খাদ্য রাখা ও অপরিষ্কার রাখায় ৩ হোটেলকে জরিমানাউপচে পড়া ভিড়ে মুখরীত ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে Post Views: ৩০ SHARES শেরপুর বিষয়: