নকলায় ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) : সোনালী ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে স্বস্তির হাসিমাখা মুখ যেন বলছে তাদের পরিশ্রম সার্থক। শেরপুরের নকলা উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় অনুকূল আবহাওয়া, যথাসময়ে সার বীজ প্রয়োগ আর পরিচর্চার পর এ বছর কাঙ্খিত বোরো ধানের আশা করছেন কৃষকরা।

স্থানীয় কৃষকেরা জানান, চলতি বোরো মৌসুমে দেশি বিদেশি বিভিন্ন জাতের বোরো ধান তারা চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। একর প্রতি ৩-৫ মন ধান ঘরে উঠছে যার কাঁচা বাজারদর ৮৩০-৮৮০ টাকা।
উপজেলার উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামের কৃষক হাবিবুর রহমান ও মুনছুর আলী মীর বলেন, ধানের ফলন মোটামুটি ভালোই হয়েছে। তবে খরচের তুলনায় দাম কিছুটা কম।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১২ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোর ধানের আবাদ করা হয়েছে। অর্জিত মোট আবাদের মধ্যে হাইব্রিড ৯ হাজার ৮১০ হেক্টর এবং উচ্চ ফলনশীল উফশী জাতের ধান আবাদ করা হয়েছে ২ হাজার ৬১৫ হেক্টরে।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, বড় কোন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় না পড়লে চলতি মৌসুমে উপজেলায় অন্তত ২০০ কোটি টাকার ধান উৎপাদন হতে পারে। তাছাড়া উপজেলায় উৎপাদিত ধান থেকে ৫০৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. ছায়েদুল হক বলেন, প্রকৃত কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যের কৃষিযন্ত্র সমূহ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে পারলে দেশের কৃষি অর্থনীতি আরো দ্রুত সমৃদ্ধ হবে।