সারা দেশে ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৬৯ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ‘ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৭৬৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে ৫৭২ জন। এর আগে গত ২১ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ১ হাজার ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৪৬১ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘণ্টার অভিযানে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি দেশীয় দোনলা বন্দুক (এলজি), একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি সামুরাই উদ্ধার করা হয়। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু হয়। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত এ অপারেশন শুরু হয়। Related posts:শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা‘মহালয়া’য় শুরু হল শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনাডাঃ মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর Post Views: ৬২ SHARES জাতীয় বিষয়: