কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। গত কয়েক দিন ধরেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি হয়েছে। এতে সরকারের পাশাপাশি উদ্বিগ্ন সাধারণ মানুষ। সরকার পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারার বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রচুর টাকা খরচ করছে। দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমি আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব। কোথাও কোনো স্থান পাবে না তারা। সোমবার থেকে পরিস্থিতি ভালো হবে আশা ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কার্যকর করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। Related posts:বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু আমাদের নয়, এটা বিশ্ব ঐতিহ্য : প্রধানমন্ত্রীসেপ্টেম্বরে ভালো কাজের পুরস্কার পেলেন যারা'দেশে অক্সিজেনের সংকট নেই, তবে সমন্বয়ের অভাব থাকতে পারে' Post Views: ৬০ SHARES জাতীয় বিষয়: