শেরপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করলেন পুলিশ সুপার

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে সরেজমিনে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের নয়ানীবাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান পরিদর্শনসহ চলমান বাজার দর পর্যবেক্ষণ করে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন।


এ সময় তিনি ব্যবসায়ীদের দোকানের দর্শনীয় স্থানে মূল্য তালিকা টানানো যাচাই, ক্রয় রশিদ যাচাইসহ দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় এবং সরকার নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি নিলে বা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার উপর সতর্ক করেন ও ইফতারে ভেজাল খাদ্য বিক্রি না করার আহ্বান জানান।
পরিদর্শনকালে তার সাথে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।