শেরপুরে পৌণে ৭শ কেজি অবৈধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে র্যাব ১৪ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় পৌণে ৭শ কেজি অবৈধ পলিথিন জব্দ এবং এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (২০ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যায় শেরপুর শহরের নয়ানিবাজারে এই অভিযান চালানো হয়। র্যাব ১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শহরের নয়ানীবাজার সোহান স্টোরে সন্ধ্যায় অভিযান চালায় র্যাব ও পরিবেশ অধিদপ্তর। এসময় যৌথ অভিযানে অবৈধ ৬৭৭ কেজি পলিথিন জব্দ করে এরশাদ ও প্রদীপ নামে দুইজনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। পরিবশে অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং ২০১০) এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে। Related posts:শেরপুরে ঝুলন্ত অবস্থায় নববধূর লাশ উদ্ধার ॥ স্বামী পলাতকশেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজিশেরপুরে পদ্মা ব্যাংকের মামলায় সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেফতার Post Views: ১৮৫ SHARES শেরপুর বিষয়: