যুবলীগের নতুন সাধারণ সম্পাদক নিখিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯ অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। শনিবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার আগে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নিখিল। এদিকে, যুবলীগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কালরাতে শেখ ফজলে শামস পরশের বাবা-মাও শহীদ হয়েছিলেন। তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের এমপি। Related posts:যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ২৮৯ আসনে জাপার প্রার্থী ঘোষণাছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক ছাত্র নয়, ছাত্রের বাবা: তথ্যমন্ত্রী Post Views: ২১১ SHARES রাজনীতি বিষয়: