শেরপুরে ভিডব্লিবি’র উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫ শেরপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ভালনারেবল উইমেন বেনিফিট-(ভিডব্লিবি)’র উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে পরিপত্রের উপর জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিসহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী নির্বাচনের পদ্ধতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। Related posts:শেরপুরে সদর থানার উদ্যোগে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভাঝিনাইগাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ বেকারি মালিককে অর্থদণ্ডঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন আলীম আল রেজা নিক্সন Post Views: ৩৯ SHARES শেরপুর বিষয়: