দেশে কুরআনের আইন চালু ব্যতিত বৈষম্য দূর হবে না : নকলায় জেলা জামায়াতের আমির অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ বাংলাদেশে কুরআনের আইন চালু ব্যাতিত বৈষম্য দূর হবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান বলেছেন, মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না। কুরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদে বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি এবং বৈষম্য দূর হয়নি। বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে বৈষম্যের সৃষ্টি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। শান্তির নামে অশান্তির সাম্রাজ্য গড়ে উঠেছে। যখন যারা ক্ষমতায় বসেছে তারা তাদের স্বার্থে আইন তৈরি করে দূর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লোটপাট, অর্থ পাচার ও দখলদারিত্বের পথ তৈরি করেছে। রাষ্ট্রের নাগরিকদের সকল মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে জনগণকে দাসে পরিণত করা হয়েছে। মানুষের তৈরি আইনে আবারও যারাই সরকার গঠন করবে তারা দেশ ও জনগণের জন্য কিছুই করবে না, করতে পারবে না। অতীতের মত নিজ দল ও নিজেদের জন্যই সবকিছু করবে। সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ নামক যত মতবাদ এগুলো মানুষের তৈরি। এসব মতবাদ আদর্শ হিসেবে গ্রহণ করলে ঈমানের দাবি পূরণ হবে না। ঈমানের দাবি পূরণের জন্য ইসলামের বিধান এবং রাসূল (সা.) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে ও মানতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও সকল ক্ষেত্রে ইসলামের বিধান মানতে হবে। অন্য কোন বিধান মানা যাবে না। তিনি ১৯ এপ্রিল শনিবার নকলা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারোয়ার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরিফুল ইসলাম শরীফ। জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় উল্লেখ করে হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে, যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছেৃ জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ইসলামের সুমহান ছায়াতলে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য, বিভাগীয় সেক্রেটারি (প্রচার ও মিডিয়া) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এমপি প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবনবিধান হল ইসলাম। ইসলাম ব্যতিত অন্য কোন আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে এবং রাসূল (সা.) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে। তবেই ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি, ন্যায়বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। সকল বৈষম্য দূর হবে। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ও গাজীপুর মহানগর সেক্রেটারি ফারদিন হাসান হাসিব, উপজেলা জামায়তের অফিস সেক্রেটারি লুৎফর রহমান ফিরোজ, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলী, সাবেক আমির মুফতি খাদেমুল ইসলাম, ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১১-২৫ এপ্রিল দ্বীনের দাওয়াতী গণসংযোগের অংশ হিসেবে সারাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে কাজ করে যাচ্ছেন। Related posts:শেরপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৯ জনশেরপুরে প্রবীণ রাজনীতিক, সাবেক পৌর কাউন্সিলর মোকছেদ তালুকদার আর নেইশেরপুরে পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫ Post Views: ৪২ SHARES শেরপুর বিষয়: