শেরপুরে বিপ্লবী রবি নিয়োগী‘র ১১৫ তম জন্মবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫ অগ্নিযুগের সিংহ পুরুষ, যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ের মহান নেতা বিপ্লবী রবি নিয়োগী সবসময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি আন্দামান কালাপানির নির্বাসন দণ্ডও খেটেছেন। তিনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারন মানুষর দু:খ-দুর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। তার মতো সমাজ সংস্কারক, অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে তিনি বেঁচে আছেন তার কর্মে-আদর্শে। ৩০ এপ্রিল বুধবার নিজ জন্মভুমি শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর ১১৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ শহরের নিউমার্কেট সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেডিকেল ও আইন পড়ুয়া দরিদ্র পরিবারের দুই নারী শিক্ষার্থীর মাঝে মানবিক সহায়তার অর্থ প্রদান করা হয়। প্রবীণ সাংবাদিক ও সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগী প্রমুখ। অনুষ্ঠানে সভাকক্ষের সদস্য এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিপ্লবী রবি নিয়োগী ১৯০৯ সালের ৩০ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন। Related posts:শেরপুরে নবাগত ৪ বিচারক সংবর্ধিতঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরে আল্লাহু-মুহাম্মদ স্তম্ভ ক্যালিওগ্রাফির উদ্বোধননালিতাবাড়ীতে মদ খেয়ে রাস্তায় মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫ Post Views: ৪৫ SHARES শেরপুর বিষয়: