ফের মা হলেন ইলিয়ানা

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

বছর দুয়েক আগে প্রথম সন্তানের জন্ম দেন বলিউড তারকা ইলিয়ানা ডি’ক্রুজ। সে সময় সন্তানের বাবার পরিচয় গোপন রেখে বেশ বিতর্কে পড়েছিলেন অভিনেত্রী। এবার ফের সন্তান জন্ম দিলেন ইলিয়ানা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ১৯ জুন পুত্র সন্তানের জন্ম দেন ইলিয়ানা। এক সপ্তাহ পর সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলের ছবি ভাগ করে তিনি লিখেছেন, কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।
ওই ছবিতে দেখা গেছে, মাথায় টুপি, সারা গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাত পাশ ফিরে শুয়ে। ঘুমে আধবোজা চোখ। মুহূর্তেই ভাইরাল হয়েছে ছবিটি। অভিনেত্রী জানিয়েছেন দ্বিতীয় সন্তান পেয়ে তিনি ও মাইকেল ভীষণ খুশি।
২০২৩ সালের ১ আগস্ট প্রথম পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। অনুরাগীদের উদ্দেশ্য করে ইলিয়ানা লিখেছিলেন, ‘আমাদের ছেলেকে এই পৃথিবীতে আনতে পেরে কতটা খুশি তা শব্দে প্রকাশ করতে পারব না। আমাদের মন খুশিতে ভরে গেছে।’