নালিতাবাড়ীতে ভিজিএফের ১২ বস্তা চাল জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে কালোবাজারে ক্রয় চলাকালে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি-ভিজিএফের ১২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এসময় জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে এসব চাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপহার হিসেবে গরিব ও দুঃস্থদের জন্য সরকারিভাবে ১০ কেজি করে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে আজ দিনব্যাপী বাঘবেড় ইউনিয়ন পরিষদের চাল বিতরণ চলছিলো। এসময় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে কতিপয় চাল ব্যবসায়ী ভিজিএফ এর চাল অবৈধভাবে কালোবাজারে ক্রয় করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি অভিযান পরিচালনা করে। এসময় চাল ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত অটোরিকশা ভর্তি ১২ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়। চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। Related posts:শেরপুরে সকালেই ট্রাক চাপায় প্রাণ গেলো সিএনজির ৪ যাত্রীরভিক্ষুক মুক্ত ঝিনাইগাতী গড়ার প্রত্যয়ে ভিক্ষুকদের মাঝে আয় বর্ধনকারী সামগ্রী বিতরণআনুষ্ঠানিকভাবে শেরপুরের ‘ছানার পায়েস’র জিআই সনদ গ্রহণ করলেন জেলা প্রশাসক Post Views: ৫২ SHARES শেরপুর বিষয়: