মাদ্রাসা থেকে নাতনিকে নিয়ে ফেরার পথে বজ্রপাতে দাদির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে হাজেরা খাতুন (৫৫) নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন খোরশেদ আলমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনিকে আনতে হাজী মোড় এলাকার একটি মাদ্রাসায় গিয়েছিলেন। ফেরার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অল্পের জন্য রক্ষা পায় তার সাথে থাকা নাতনি। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। Related posts:শেরপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি মানিক, সম্পাদক শওকত নির্বাচিতশেরপুরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিতশেরপুরে করোনা পরিস্থিতিতে হিজড়া জনগোষ্ঠিদের বাসা ভাড়া পরিশোধ করলেন জেলা প্রশাসক Post Views: ৪৭ SHARES শেরপুর বিষয়: