নকলার ইউএনও হিসেবে জাহাঙ্গীর আলমকে পদায়ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. জাহাঙ্গীর আলম-কে পদায়ন করা হয়েছে। তিনি নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র-এর স্থলাভিষিক্ত হবেন। তথ্য মতে, মো. জাহাঙ্গীর আলম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৮ সালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর ২০২১ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত পূর্বক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়। সেখানে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালনের মাধ্যমে সর্বসাধারনের মনে ঠাঁই করে নিয়েছিলেন। অতঃপর ২০২৪ সালে মো. জাহাঙ্গীর আলমকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত পূর্বক জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) হিসেবে পদায়ন করা হয়। এরপর তাকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হয়। সেখানে তিনি উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন। সর্বশেষ চলতি মাসের ২ তারিখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ-এঁর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে মো. জাহাঙ্গীর আলমকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। চলতি সপ্তাহের যেকোন সুবিধাজনক দিন তিনি কাজে যোগদান করবেন বলে জানিয়েছেন সদ্য পদায়নকৃত নকলা ইউএনও মো. জাহাঙ্গীর আলম। মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতা-অভিজ্ঞতার অপূর্ব সংমিশ্রণে সবাইকে সাথে নিয়েই নিজের কর্মস্থল নকলা উপজেলার জনগণকে সার্বিক সেবা প্রদানের মাধ্যমে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে নকলাকে দেশব্যাপি পরিচিত করবেন এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। Related posts:ময়মনসিংহে এসএসসিতে পাসের হার ৮০.১৩ শতাংশ ॥ পাসের হারে এগিয়ে শেরপুরশেরপুরে পৌর নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আধারের সংবাদ সম্মেলনশেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের গৌরবের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ৪১ SHARES শেরপুর বিষয়: