শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের তুলশিমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন, স্কাউটস প্রতিনিধি আইয়ুব আলী, মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র সাধারণ সম্পাদক নাজমুল আলম, কো-চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন হাজারী, আইন শালিস কেন্দ্র-আসক’র শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাকন মিয়া, জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসূফ আলী রবিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল সাফিন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:অবশেষে বরিশালের ঘটনায় সমঝোতাছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে শেরপুরে প্রতিবেশীর দায়ের কোপে যুবকের মৃত্যুময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন Post Views: ২১১ SHARES সারা বাংলা বিষয়: