দেওয়ানগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৯ ডিসেম্বর দুপুরে ৩ হাজারটি ইয়াবা বড়িসহ আলম মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বামুনেরচর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী একদল পুলিশ নিয়ে ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মতিউর রহমানের নার্সারী বাগানের সামনে পাকা রাস্তায় তল্লাশি চকি বসান। এক পর্যায়ে রৌমারী থেকে শেরপুরগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে ৩ হাজারটি ইয়াবাবড়িসহ যাত্রীবেশে থাকা মাদক কারবারি আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মাদক কারবারি আলম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপিতজামালপুরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারইসলামি ভাবধারার বইয়ের বিকল্প নেই Post Views: ২১১ SHARES সারা বাংলা বিষয়:
পুলিশ সূত্রে জানা গেছে, তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী একদল পুলিশ নিয়ে ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মতিউর রহমানের নার্সারী বাগানের সামনে পাকা রাস্তায় তল্লাশি চকি বসান। এক পর্যায়ে রৌমারী থেকে শেরপুরগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে ৩ হাজারটি ইয়াবাবড়িসহ যাত্রীবেশে থাকা মাদক কারবারি আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মাদক কারবারি আলম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।