মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করলেন শেরপুরের জেলা প্রশাসক

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কার্যালয়ে ওইসব কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি মুক্তিযোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিক আল সাফিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।