ময়মনসিংহে জেএসসিতে পাসের হার ৮৭.২১ শতাংশ ॥ পাসের হারে এগিয়ে শেরপুর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার ৮৭.২১ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম। তিনি জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৪৮৪ টি বিদ্যালয়ের ১ লাখ ৬১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪০ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী। এদিকে ৪ জেলায় পাসের হারে এগিয়ে শেরপুর: এ জেলা থেকে ১৯ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯৭০ জন। পাসের হার ৯০.০৫ শতাংশ। এছাড়াও জামালপুর জেলা থেকে ৩৮ হাজার ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ২০১ জন, পাসের হার ৮৯.৫২ শতাংশ। ময়মনসিংহ জেলা থেকে ৭২ হাজার ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৯৯১ জন, পাসের হার ৮৫.৮৪ শতাংশ। নেত্রকোনা জেলা থেকে অংশ নেয়া ৩১ হাজার ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার ৬২৭ জন, পাসের হার ৮৫.৭১ শতাংশ। এদিকে একটি স্কুল থেকে ৩ জন পরীক্ষার্থী ছিল, তাদের কেউ পাস করেনি। এসময় বোর্ডের সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত, কলেজ পরিদর্শক হাবিবুর রহমান, উপ-সচিব মশিউল আলম, মো. মনিরুজ্জামান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহসিনা বেগম উপস্থিত ছিলেন। ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা: বোর্ডে প্রথমবারের এ ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুই বিভাগেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৮০ হাজার ১০ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৬৯ হাজার ১৯৬ জন, পাসের হার ৮৬.৪৮। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০৪ জন। অপরদিকে ৮১ হাজার ৩৪৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৭১ হাজার ৫২১ জন, পাসের হার ৮৭.৯২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯৯ জন। Related posts:শেরপুরে সরিষা আবাদে সফলতা প্রদর্শনের জন্য ৫ সরিষা চাষী পুরষ্কৃতশেরপুরে কেপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতজামালপুরে ভুয়া ২ ডিবি সদস্য আটক Post Views: ২৯৬ SHARES শিক্ষা বিষয়: